"বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ দেশ ভারত"

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তার দেশ বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ দেশ। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে সব ধর্মের মানুষ রয়েছেন। আর এটাই ভারতের পরিচয়। বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

রাজনাথ সিং বলেন, বিশ্বে যদি কোনও ধর্মনিরপেক্ষ দেশ থাকে, তবে তা হচ্ছে ভারত।

noname

রাজনৈতিক দলগুলোকে ভারতের ঐক্য ও অখণ্ডতার ওপর গুরুত্বারোপ করার পরামর্শ দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এককভাবে কোনও রাজনৈতিক দলের পক্ষে দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা সম্ভব নয়। এজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/