তুরস্কে সংবাদপত্র কার্যালয়ে পুলিশি অভিযান

তুরস্কে একটি সংবাদপত্র কার্যালয়ে পুলিশি অভিযান চালানো হয়েছে। শুক্রবার রাতে তুরস্কের সবচেয়ে বড় সংবাদপত্র জামানের কার্যালয়ে ঢুকে অভিযান চালায় পুলিশ। এ সময় বাইরে সমবেত সমর্থক ও বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামানও চালানো হয়।

এর আগে সংবাদপত্রটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য আদালতের এক রুল জারি করা হয়। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায় এর কার্যালয়ে।

জামান পত্রিকাটির বিরুদ্ধে অভিযোগ, এটি হিজমাত আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক এক পাদ্রী ফেতুল্লাহ গুলানের নেতৃত্বে এই হিজমাত আন্দোলনকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে এই সিদ্ধান্ত নেয় আদালত।

সমর্থকদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করা হয়

জামানের এডিটর-ইন-চিফ আব্দুলহামিত বিলিসি বলেন, ‘গত তিন চার বছর ধরেই এই চর্চা চলে আসছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধেই মামলা করে দেওয়া হয় অথবা কারাগারে নিক্ষেপ করা হয়। সরকার গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’

তবে একদা এই ফেতুল্লাহ গুলান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদুয়ানের ঘনিষ্ঠজন ছিলেন। পরে তাদের দুইজনের মতানৈক্য হয়।

এ সময় সমর্থকরা জামান কার্যালয়ের বাইরে সমবেত হয়ে শ্লোগান দেন। শ্লোগানে তারা বলেন, ‘মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না।’

বেশ কিছু হিজমাত আন্দোলন সমর্থককে গ্রেফতার করে পুলিশ।সূত্রঃ বিবিসি, গার্ডিয়ান।

/ইউআর/