মার্কিন হামলায় আইএস কমান্ডার নিহত!

উমর আল শিশানিসিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় কমান্ডার আবু উমর আল শিশানিকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। গত ৪ মার্চ ওই হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের ধারণা, হামলায় তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) এ তথ্য জানায়। শিশানিকে আইএসের ‘যুদ্ধমন্ত্রী’ হিসেবে বিবেচনা করে পেন্টাগন।
আল শিশানি, ওমর দ্য চেচেন নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় তার নাম রয়েছে। সেখানে তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ায় সহায়তা করতে তথ্যের জন্য পাঁচ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
তার মৃত্যুর বিষয়ে পেন্টাগনের ধারণা সত্য হলে আইএসের নেতাদের লক্ষ্য করে চালানো মার্কিন জোটের অভিযানে এটি একটি বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হবে।
সিরিয়ার আল শাদাদি শহরের কাছে শিশানি’র অবস্থান লক্ষ্য করে জঙ্গিবিমান ও ড্রোন ব্যবহার করে উপর্যুপরি হামলাটি চালানো হয়। পেন্টাগনের ধারণা, গত ফেব্রুয়ারিতে মার্কিন সমর্থিত সিরীয় আরব জোট বাহিনীর হাতে আল শাদিদ শহর পতনের পর আইএস যোদ্ধাদের উজ্জীবিত করতে শিশানিকে সেখানে পাঠানো হয়।
১৯৮৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের জর্জিয়ায় জন্মগ্রহণ করেন শিশানি। আইএসে তিনি প্রধান আবু বকর আল বাগদাদির ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা হিসেবে পরিচিত ছিলেন। বাগদাদির লড়াইয়ের কৌশল নির্ধারণে অনেক ক্ষেত্রেই শিশানির ওপর নির্ভরশীল ছিল। তিনি আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাকা শহরে একটি কারাগারের তত্ত্বাবধান করেন। ধারণা করা হয়, এই কারাগারটিতে আইএসের হাতে আটক বিদেশি বন্দীদের রাখা হয়। সূত্র: ইন্ডিপেনডেন্ট, বিবিসি।
/এমপি/বিএ/