পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১০

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের ওই সংগঠনের একজন জ্যেষ্ঠ কমান্ডারসহ ১০ জন নিহত হয়েছেন। বেলিুচিস্তানের সিবি জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেলুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকর। তিনি জানান, জঙ্গিদের সঙ্গে কয়েক ঘণ্টার এ বন্দুকযুদ্ধে আট জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

noname

তিনি বলেন, আমি এ সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি’র শীর্ষ পর্যায়ের একজন কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করছি। নিহত ওই কমান্ডারের নাম আসলাম আচৌ ওরফে মেরিক বালুচ। তার মৃতদেহ বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।

আনোয়ারুল হক কাকর বলেন, নিহত আসলাম আচৌ ওরফে মেরিক বালুচ মূলত আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে পাকিস্তানে এসেছেন। ১৯৯২ সালে তিনি বেলুচিস্তানে আসেন। একপর্যায়ে তিনি বেলুচিস্তান লিবারেশন আর্মিতে যোগ দিয়ে সংগঠনটির একজন গুরুত্বপূর্ণ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। সূত্র: ডন।

/এমপি/