আইএস সন্ত্রাসীরা পালাচ্ছে: আশরাফ ঘানি

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তার দেশের নানগারহার প্রদেশ থেকে দায়েশ (আইএস) সন্ত্রাসীরা পালাচ্ছে। ওই প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের মুখে তারা পালাতে শুরু করেছে।

মঙ্গলবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট বলেন, নানগারহার প্রদেশ থেকে দায়েশ সন্ত্রাসীদের উৎখাতে আফগান সামরিক বাহিনীর স্থল ও বিমান হামলা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যেসব অবসরপ্রাপ্ত কমান্ডো সেনা যোগ দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

তিনি বলেন, আমি নানগারহার প্রদেশের জনগণকে আশ্বস্ত করছি যে, সেখানে কোনও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। লোকজনও সন্ত্রাসীদের আশ্রয় দেবে না।

নানগারহার প্রদেশের আচিন, শিনওয়ার এবং আরও কয়েকটি জেলায় আইএসবিরোধী অভিযানে সামরিক বাহিনী বিজয় দাবি করার পর প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

/এমপি/