মোশাররফের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ

পারভেজ মোশাররফপাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সরকারকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বুধবার এই নির্দেশ দেওয়া হয়।
আদালতের সিদ্ধান্তের দোহাই দিয়ে নওয়াজ শরিফ সরকার পারভেজ মোশাররফকে দেশত্যাগ করার অনুমতি দিচ্ছিল না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, এখন আর মামলার শুনানির জন্য অপেক্ষা করতে বাধ্য নন মোশাররফ। তিনি পাকিস্তানের বাইরে যেতে পারবেন।
প্রাদেশিক আদালত ২০১৪ সালে প্রথমবারের মত পারভেজের দেশত্যাগের অনুমতি চেয়ে আদালতে রুল জারি করে। কিন্তু এই নিষেধাজ্ঞার পক্ষে আপিল করে ফেডারেল গভর্নমেন্ট। বুধবারের রায়ে সেই আপিল খারিজ করা হয়।
প্রসঙ্গত, গত ২০১৩ সাল থেকে নানা ধরনের মামলায় অভিযুক্ত হয়েছেন পারভেজ মোশাররফ।এর আগে ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করেন ও ২০০৮ পর্যন্ত পাকিস্তান শাসন করেন। সূত্র দ্য টাইমস অব ইন্ডিয়া
/ইউআর/বিএ/