মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদানকে স্মরণ করে ভারতে বাংলাদেশের কর্মসূচি

বাংলাদেশের পতাকা১৯৭১-এর মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদানের কথা স্মরণ করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার ভারতের ৮টি স্থানে বিশেষ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ত্রিপুরায় বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক এ ঘোষণা দেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া।
বৃহস্পতিবার মোজাম্মেল হকের নেতৃত্বে ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল মুক্তিযুদ্ধের স্মরণে ত্রিপুরার রাজ্য সরকার নির্মিত একটি পার্ক পরিদর্শন করেন। আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরার ইন্দো-বাংলা সীমান্তের কাছে চোট্টাখোলা গ্রামে পার্কটি অবস্থিত। ১৯৭১ সালে গেরিলা বাহিনী এখানে একটি ক্যাম্প স্থাপন করেছিল এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এ গ্রামটিতে মুক্তিযুদ্ধের স্মরণে পার্ক ছাড়া একটি জাদুঘরও রয়েছে।
পার্কটি পরিদর্শনে গিয়ে ত্রিপুরার সাংবাদিকদের মোজাম্মেল হক বলেন, ‘আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এমন ভারতীয় সেনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর তাই তাদের সম্মানে আমাদের সরকার ভারতের আটটি স্থানে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে ভারত সরকারকে আমরা আমাদের সিদ্ধান্তের কতা জানিয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানমালা চূড়ান্ত করেছি।’
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরাকে সদর দফতর হিসেবে ব্যবহার করা হয়েছে। যুদ্ধের সময় ত্রিপুরায় ১৪ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছিল যা রাজ্যটির সেসময়কার মূল জনসংখ্যার চেয়ে বেশি। সূত্র: ওয়ান ইন্ডিয়া, পিটিআই

/এফইউ/