সমকামিতাকে অপরাধ বিবেচনা করে না আরএসএস!

আরএসএস-এর সদস্যরাকেবল ড্রেস কোডের পরিবর্তনই নয়, এবার বোধহয় নিজেদের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টায় নেমেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। কট্টর হিন্দুত্ববাদী এ সংগঠনটি নাকি সমকামিতাকে অপরাধ বলে বিবেচনা করে না। আরএসএসের দৃষ্টিভঙ্গি নিয়ে এমন দাবিই করলেন খোদ সংগঠনটির যুগ্ম সাধারণ সচিব দত্তাত্রেয় হোসাবাল।  
বুধবার এক অনুষ্ঠানে দত্তাত্রেয় হোসাবাল বলেন ‘যৌন পছন্দ একেবারেই কারও ব্যক্তিগত বিষয়। প্রত্যেকেরই অধিকার আছে এ বিষয়ে নিজের পছন্দের পথ বেছে নেয়ার। আরএসএস কারও ব্যক্তিগত বিষয়ে মোটেই নাক গলায় না। আমরা এ নিয়ে কোনো আলোচনাই করি না,করতে পছন্দও করি না।’
এরপরেই আবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে হোসাবাল বলেন, আরএসএস সমকামিতাকে মানসিক সমস্যা বলেই বিবেচনা করে।
তিনি বলেন ‘যতক্ষণ না অন্য কারও জীবনে কোনও সমস্যা তৈরি করছে ততক্ষণ সমকামিতাকে অপরাধ বলে গণ্য করার কোনও মানে হয় না। এটা নিয়ে কোনও আরএসএস-এর বিরূপ মনোভাব থাকতে পারে না।
ভারতের আইনে সমকামিতাকে অস্বাভাবিক আচরণ হিসেবে গণ্য করা হয়। আইন অনুযায়ী সমকামিতার দায়ে কারও সর্বাধিক ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর আগে ২০০৯ সালে সমকামিতার পক্ষে রায় দেয় দিল্লি হাইকোর্ট। সূত্র: জি নিউজ।

/এমপি/