কিউবা সফরে ওবামা

ঐতিহাসিক সফরে দীর্ঘদিনের শত্রু রাষ্ট্র কিউবা গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই দিনের সফরে রবিবার তিনি কিউবা পৌঁছান। ওবামাকে কিউবা সরকারের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। ওবামার আগে যুক্তরাষ্ট্রের অন্তত ১০ জন প্রেসিডেন্ট কিউবাকে ব্যাপকভাবে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করতেন।
গত ৮৮ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট কিউবা সফর করলেন। ২০১৪ সালের ডিসেম্বরে ওবামা এবং রাউল ক্যাস্ত্রোর মধ্যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত এমন সফরের চিন্তা অসম্ভব ছিল।

Barack Obama

১৯৫৯ সালে মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবী কামউনিস্টরা ক্ষমতা দখল করলে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে দূরত্ব ভয়াবহ আকার ধারণ করে।

ঐতিহাসিক এ সফর উপলক্ষে ওবামা ও রাউল ক্যাস্ত্রোর ছবি শোভা পাচ্ছে রাস্তার দুই পাশে। তবে এই সফরের ভেতর দিয়ে দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটবে-এম সম্ভাবনা কম। সেক্ষেত্রে বড়জোর কিছুটা হলেও সম্পর্কের বরফ গলবে। তবে কিউবার ওপর এখনো মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

/এমপি/