ধর্ম ও সন্ত্রাসবাদের সম্পর্ক নেই: মোদি

সুফি সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীবিপন্ন মানবিক পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত বিশ্ব সুফি সম্মেলনকে খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গোটা বিশ্ব মিলে আমরা আসলে একটাই পরিবার।’ ১৭ মার্চ সম্মেলনে দেওয়া ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী ভারতীয় সমাজের বৈচিত্র্য নিয়ে কথা বলেছেন। ধর্ম ও সন্ত্রাসবাদের সম্পর্ক নেই উল্লেখ করে তিনি সুফিবাদকে নিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলা এবং ভালোবাসা-মানবিকতা-ন্যায়ভিত্তিক সমাজ গড়ার তাগিদ দিয়েছেন।
সম্মেলনে ইসলামকে সুমহান ধর্ম বলে উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সভ্যতায় ইসলামের অবদানের কথা বলতে গিয়ে ১৫ শতকের মধ্যে বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, স্থাপত্য ও বাণিজ্যে তাদের দুর্দান্ত অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরেন। বিশ্বের সহিংস বাস্তবতায় সুফিদের আশার আলো বলে আখ্যা দেন নরেন্দ্র মোদি। সুফি সম্মেলনকে শান্তি ও ন্যায়বিচার এবং ভালোবাসা ও সহিষ্ণুতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
বর্তমান বাস্তবতায় সন্ত্রাসবাদ ও চরমপন্থার ভয়াবহ উত্থানের প্রসঙ্গ তুলে ধরে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক নাই। সন্ত্রাসবাদের নানান যুক্তি থাকলেও তার একটিও বৈধ নয় বলে উল্লেখ করেন তিনি। মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। মানবতাবিরোধীদের বিরুদ্ধে মানবতা আর ধর্মের লড়াই। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সুফিবাদের বার্তাকে সামনে আনার তাগিদ দিয়েছেন তিনি।
/বিএ/