আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রগুলো সাগরে পড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ।

প্রকাশিত খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সম্প্রতি উত্তর কোরিয়ার পক্ষ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর ধরন সম্পর্কে জানার চেষ্টা করছে। ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্বাঞ্চলীয় হ্যামহাং শহর থেকে নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

তিন দিন আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, ২০১৪ সালের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া সাগরে দুটি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। শুক্রবার নিক্ষেপ করা ওই দুটি ব্যালাস্টিক মিসাইল সাগরের পানিতে পড়ার আগে ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পথ অতিক্রম করেছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছে। সম্প্রতি ওয়াশিংটন এবং সিউল যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। পিয়ংইয়ং একে ‘দখলদারিত্বের মহড়া’ বলে উল্লেখ করেছে।

৬ জানুয়ারি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা এবং ৭ ফেব্রুয়ারি স্যাটেলাইট পরীক্ষা চালানোর প্রেক্ষিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ার ওপর। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/