৪০ কোটি বছর আগের মাছের রহস্যভেদ করলেন চীনা বিজ্ঞানীরা

প্রথমবারের মতো স্কটল্যান্ডের বাইরে পাওয়া গেল ৪০ কোটি বছর আগের রহস্যময় মাছ প্যালিওসপন্ডাইলাসের জীবাশ্ম। সম্প্রতি চীনা ও অস্ট্রেলীয় বিজ্ঞানীদের একটি দল এই আবিষ্কার করেছেন। এমনটা জানা গেছে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালিওনটোলজি অ্যান্ড প্যালিওঅ্যানথ্রোপোলজি জার্নালে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

নতুন আবিষ্কৃত জীবাশ্মগুলো অস্ট্রেলিয়ার পশ্চিম কুইন্সল্যান্ডের জর্জিনা বেসিনে অবস্থিত ক্র্যাভেনস পিক বেডসে পাওয়া গেছে। এগুলো আনুমানিক ৪০ কোটি বছরের পুরোনো। এ আবিষ্কারের মাধ্যমে মাছটির অস্তিত্বের সময়সীমা অন্তত ১ কোটি বছর পিছিয়ে গেল।

প্যালিওসপন্ডাইলাস বিবর্তনের ইতিহাসে এক রহস্যময় প্রজাতি। কিছুটা ইলের মতো দেখতে এই মাছ ছিল অপেক্ষাকৃত ছোট আকৃতির। ১৮৯০ সালে স্কটল্যান্ডে প্রথম শনাক্ত হওয়া এই মাছের জীবাশ্ম পাওয়া গিয়েছিল হাজারের বেশি। এর কঙ্কাল কাঠামো অন্যান্য মাছের তুলনায় আলাদা।

এই প্রজাতিকে বিজ্ঞানীরা গত শতকেরও বেশি সময় ধরে বিভিন্ন মাছের শ্রেণিতে ফেলে ব্যাখ্যার চেষ্টা করেছেন। কিন্তু এর প্রকৃত বিবর্তনীয় অবস্থান এতদিন অনির্ধারিতই ছিল। নতুন আবিষ্কৃত জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা উচ্চ-রেজোলিউশনের সিটিস্ক্যান ও থ্রিডি পুনর্গঠন পদ্ধতিতে মাছটির পূর্ণ মস্তিষ্ক গহ্বরসহ স্নায়ুতন্ত্রের কাঠামো পুনর্গঠন করতে পেরেছেন।

গবেষণা দলের প্রধান চীনা গবেষক লু চিং জানান, এই মডেলগুলো মাছের বিবর্তনের শ্রেণি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ দিচ্ছে।

এই গবেষণা ফলাফল ন্যাশনাল সায়েন্স রিভিউর প্রচ্ছদ প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছে। প্রবন্ধে সংযুক্ত ভাষ্যতে বলা হয়েছে, গবেষকরা মাছটির শারীরিক গঠন ব্যাখ্যায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন এবং আগের কয়েকটি তত্ত্ব ভুল প্রমাণ করেছেন।