৩৫ সন্তানের জন্ম দিয়ে এবার সেঞ্চুরির লক্ষ্যমাত্রা ঘোষণা

জান মোহাম্মদ ও তার সন্তানেরা৪৩ বছর বয়সী পাকিস্তানি নাগরিক জান মোহাম্মদ। এরইমধ্যে ৩৫টি সন্তানের বাবা হয়েছেন তিনি। তবে এতেই সন্তুষ্ট নন জান মোহাম্মদ। সন্তান সংখ্যা ১শ’ তে নিয়ে যেতে চান তিনি। সম্প্রতি ৩৪ ও ৩৫-তম সন্তানের জন্মের পর জান শততম সন্তানের বাবা হওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
জান মোহাম্মদের তিন স্ত্রীর গর্ভে এরইমধ্যে ৩৫ সন্তানের জন্ম হয়েছে। এদের মধ্যে ২১জন মেয়ে এবং ১৪জন ছেলে। ওই ৩৫ জনের মধ্যে গত সপ্তাহেই দুই স্ত্রীর গর্ভে দুই কন্যা সন্তানের জন্ম হয়েছে তার। সন্তানদের বয়স এক সপ্তাহ থেকে শুরু করে ১৬ বছরের মধ্যে। সবমিলে ৩৯ সদস্যের এ পরিবারটি কোয়েটার পাশ্ববর্তী একটি এলাকায় মাটির তৈরি ঘরে বসবাস করে। মধ্যবিত্ত এ পরিবারটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সন্তানদের বরণ করে নেয়।
পেশায় একইসঙ্গে চিকিৎসক ও ব্যবসায়ী জান জানান, পরিবারের খরচ চালাতে তার কষ্ট হয় না। তিনি বলেন, ‘আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমি আমার পরিবারের ভরণপোষণ করতে সক্ষম। পরিবারের জন্য প্রতিমাসে আমাকে প্রায় ১ লাখ রুপি খরচ করতে হয়।’
ছোট পরিবার মানেই সুখী জীবন বলে যে ধারণাটি প্রচলিত রয়েছে তার সঙ্গে একমত নন জান মোহাম্মদ। তিনি জানান, সন্তানদের শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চান।
জান মোহাম্মদের বড় মেয়ে শাগুফতা নাসরিন ডন নিউজকে বলেন, ‘আমরা মেয়েরা সংখ্যার দিক দিয়ে ছেলেদের পার করে ফেলেছি।’ তিনি বলেন, পাকিস্তানে ‘এরইমধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি আর সে বাড়তি জনসংখ্যার ক্ষেত্রে আমার পরিবারেরও অবদান রয়েছে।’
এরইমধ্যে জান মোহাম্মদের পরিবারের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ৩৩ লাখ মানুষ দেখেছেন। ১ লাখ ৭৫ হাজার বার ভিডিওটি শেয়ার হয়েছে। আর এতে কমেন্ট এসেছে ৪ হাজারটি। সূত্র: ডন নিউজ

 

/এফইউ/বিএ/