পাকিস্তান ও ভারত পরস্পরের বিরুদ্ধে আকাশপথে যোগাযোগে বাধা বহাল রেখেছে। শুক্রবার (২৩ মে) এক ঘোষণায় দুদেশ থেকেই জানানো হয়, প্রতিবেশী দেশদুটি একে অপরের বিরুদ্ধে আকাশসীমায় নিষেধাজ্ঞা আরও বৃদ্ধি করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলতে থাকার মধ্যেই এই পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া হলো।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত কর্তৃক নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ভাড়া করা সব ধরনের সামরিক-বেসামরিক উড়োহাজাজের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আগামী ২৪ জুন স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও একটি অনুরূপ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, পাকিস্তান কর্তৃক নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ভাড়া করা সব ধরনের সামরিক-বেসামরিক ফ্লাইট আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
উল্লেখ্য, এই নিষেধাজ্ঞাগুলো গত মাসে জারি করা হয়েছিল। এবার কেবল তার সময়সীমা বৃদ্ধি করা হলো।
এপ্রিল মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী। পরে তারা মার্কিন মধ্যস্থতায় ১০ মে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।