আংশিক খুলে দেওয়া হচ্ছে ব্রাসেলসের বিমানবন্দর

আত্মঘাতী বোমা হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাসেলসের বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হচ্ছে।জাভেনতেম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আংশিকভাবে বিমানবন্দর খুলে দিতে প্রস্তুত। তবে শুক্রবার সন্ধ্যার আগে কোন বিমান উড্ডয়ন সম্ভব হবে না।

_89018562_032208124

বিমানবন্দরের পরিচালকরা এক বিবৃতিতে বলেন, বহির্গমন এলাকা প্রকৃত সক্ষমতার মাত্র ২০ শতাংশ পূরণ করতে পারবে।

এই বিমানবন্দরটি ২২ মার্চ আত্মঘাতী বোমা হামলায় ৩২ জনের প্রাণহানির পর থেকেই বন্ধ ছিল। প্রসঙ্গত, ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

সূত্র বিবিসি