করোনায় লন্ডনে মারা গেলেন সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নুর হাসান হুসেইন। বুধবার ৮৩ বছর বয়সে তার মৃত্যু হয়। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত পূর্ব আফ্রিকার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন নুর আব্দে হিসেবে পরিচিতি পাওয়া এই রাজনীতিবিদ।

somali pm
এক বিবৃতিতে সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমাজো তিন দিনের জাতীয় শোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।
১৯৩৭ সালে মোগাদিসুতে জন্ম নেন নুর আব্দে। ওই সময় দেশটির দক্ষিণাঞ্চল ইতালির অধীনে ছিল। ১৯৬০ সালে সোমালিয়া স্বাধীনতা লাভ করে। পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি মোগাদিসুতেই পড়াশোনা শেষ করেন।
পুলিশবাহিনী ছাড়ার পর তিনি সোমালি রেড ক্রিসেন্টে কাজ করেন। তার পরিবার জানিয়েছে লন্ডনেই তাকে সমাহিত করা হবে।