কঙ্গোতে বাস-জ্বালানি ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৩৩

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি যাত্রীবোঝাই বাস জ্বালানি ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩৩ জন।

সোমবার দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরের কিবুবা গ্রামের সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। শনিবার রাতে দ্রুতগামী যাত্রীবাহী বাসটি জ্বালানি ট্রাকটিকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, অধিকাংশের শরীর আগুনে পুড়ে যায়। উদ্ধার হওয়া দেহাবশেষ সোমবার দাফন করা হয়েছে।

ওই সড়কটি নিরাপদ নয় বলে জানা গেছে। সেখানে প্রায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। পুরনো গাড়ি নিয়ম না মেনে চলাচল করায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়া সড়ক মেরামত না করা এবং চালকরা মাতাল অবস্থায় গাড়ি চালানোকে দুর্ঘটনার জন্য দায়ী করছে পুলিশ।

২০১৮ সালে কিনশাসার একটি সড়কে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনায় ৫৩ জন নিহত হন। আর ২০১০ সালে একই রকম দুর্ঘটনায় ২৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়।