ভূমধ্যসাগর ও আটলান্টিকে ৪৩৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

মরক্কোর উপকূল হতে ৪৩৮ অবৈধ অভিবাসী উদ্ধার হয়েছে। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর থেকে তাদের সন্ধান পায় মরক্কোর উদ্ধারকারী দল।

তুরস্কের সংবামাধ্যম আন্দোলু এজেন্সি তাদের খবরে জানিয়েছে, গত পাঁচ দিনে এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। রয়েল নৌবাহিনী গত ১৯ থেকে ২৩ আগস্ট অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

প্রাথমিক চিকিৎসা দিয়ে বন্দরের নিরাপদ স্থানে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসেই অবৈধভাবে স্পেনে প্রবেশ করে ১৫ হাজার অভিবাসন প্রত্যাশী। যা ২০২০ সাল থেকে ৬৩ শতাংশ বেশি। এমন তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভূমধ্যসাগর পথে প্রায় সময় অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে বহু অভিবাসন প্রত্যাশী। এতে নৌকা ডুবে প্রাণ হারানোর মতো ঘটনা ঘটছে।