জাতিসংঘের ৭ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া

জাতিসংঘের সাত জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া। দেশটির সংঘাত কবলিত টাইগ্রের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন এমন মন্তব্য করায় বৃহস্পতিবার তাদের বহিষ্কার করেছে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বহিষ্কার হওয়া কর্মকর্তাদের ৭২ ঘণ্টার মধ্যে ইথিওপিয়া ত্যাগ করতে হবে। তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিলের (ইউনিসেফ) প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ইউএনওসিএইচএ) প্রধানও রয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, টাইগ্রের অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। ফলে সেখানকার ৬০ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১০ শতাংশ পাঠানো সম্ভব হয়েছে। এদিকে ইথিওপিয়া সরকার পাল্টা অভিযোগ করেছে অজ্ঞাতনামা ত্রাণকর্মীরা বিদ্রোহীদের অস্ত্র সহায়তা করা আসছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি দেশটির সরকার।

বহিষ্কারের বিষয়ে জাতিসংঘের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ চরম আকার ধারণ করে গত বছরের নভেম্বরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এখন পর্যন্ত হাজারো মানুষের মৃত্যু হয়েছে। সংঘাতের কারণে চরম দুর্ভিক্ষও দেখা দিয়েছে।