ফ্রান্সের সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো আলজেরিয়া

ফ্রান্সের সামরিক বিমানের জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। রবিবার ফরাসি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফরাসি বাহিনীর মুখপাত্র জানান, ফ্রান্সের সামরিক বাহিনীর দুইটি ফ্লাইটের জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। তবে এতে করে আলজেরিয়ার দক্ষিণে সাহেল অঞ্চলে অভিযান পরিচালনায় ফরাসি বাহিনীর খুব বেশি অসুবিধা হবে না।

আলজেরিয়ার সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার ফরাসি দৈনিক লা মন্ডে জানায়, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের পক্ষে যুদ্ধ করা আলজেরীয় নাগরিকদের বংশধরদের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি বলেন, আলজেরিয়ার আনুষ্ঠানিক ইতিহাস ‘সত্যের ভিত্তিতে নয় বরং ফ্রান্সের প্রতি ঘৃণার মনোভাব থেকে’ পুনর্লিখিত হয়েছে।

এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শনিবার প্যারিস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় আলজিয়ার্স।

আলজেরিয়ার প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়, ঔপনিবেশিক ফ্রান্স আলজেরিয়ায় যে অপরাধ করেছে সেটি প্রকৃতপক্ষে গণহত্যা। আর ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের মধ্য দিয়ে সেই মানুষদের অসহনীয় অপমান করা হয়েছে যারা উপনিবেশের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।