সুদানের প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুক্তির আহ্বান জাতিসংঘের

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকসহ অন্যান্য বেসামরিক বন্দি নেতাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত সুদানের বিশেষ দূত ভোলকার পার্থস বলেন, ‘যাদের বেআইনিভাবে আটক বা গৃহবন্দি করা হয়েছে তাদের দ্রুত ছেড়ে দিন’।

বিবৃতিতে ভোলকার আরও উল্লেখ করেন, ‘সুদানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অভ্যুত্থানের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি উত্তরণে সব দলকে আলোচনায় ফেরা উচিত’।

স্থানীয় সময় সোমবার সকালে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করে সেনাবাহিনী। একই সঙ্গে অন্যান্য মন্ত্রীদেরও আটক করা হয়।

ঘণ্টাখানেক পরই অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান। অভ্যুত্থান বিরোধিতায় সুদানের রাজপথে বিক্ষোভে নেমেছেন বহু মানুষ।

অভ্যুত্থানের পর দেশটির বেশিরভাগ সরকারি দফতর, মন্ত্রণালয়, গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম। এ অবস্থায় দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করে দেওয়ায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।