বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললেন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিয়ো দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভকে বিদেশে বসবাসকারীদের উসকানিতে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে রাজধানী ফ্রিটাউনে বুধবারের বিক্ষোভের সময় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৯ জন নিহত হয়েছে। পুলিশ প্রায় ১৩০ জনকে গ্রেফতার করেছে।

প্রেসিডেন্ট দাবি করেছেন, এই বিক্ষোভের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, অবশ্যই বুধবার যা ঘটেছে তা বিক্ষোভ নয়, এটি ছিল সন্ত্রাসবাদ। আমাদের কয়েকজন নাগরিক বিদেশে অবস্থান করছে, তারা দেশে সন্ত্রাস ছড়ানোর হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, যা ঘটছে সেগুলোর নেপথ্যে রাজনীতি রয়েছে।

প্রেসিডেন্ট দাবি করেছেন, পরিস্থিতি শান্ত হয়েছে। নিরাপত্তাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে করে পরিস্থিতির অবনতি না হয়।

তবে তিনি স্বীকার করেছেন নাগরিকদের প্রভাবিত করছে এমন কিছু উদ্বেগ রয়েছে। তার কথায়, নিশ্চিতভাবে পরিস্থিতি কঠিন। বেশিরভাগ তরুণ বেকার। তাদের পরিস্থিতি নিয়ে আমরা সমব্যথী। সরকার হিসেবে এর সমাধানে আমরা অনেক কিছু করেছি।