মিসরে গির্জায় আগুন, বহু হতাহত

মিসরের গিজা অঞ্চলের ইমবাবা জেলার একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার আবো সেফেইন নামের চার্চটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান বলছে, এতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৪৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছে।

উচ্চ তাপমাত্রা এবং গির্জার অভ্যন্তরে থাকা প্রচুর পরিমাণে কাঠের কারণে আগুন যাতে আগুন আরও ছড়িয়ে না পড়ে সেটি নিশ্চিতে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

দ্য সান জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়লে ভয়ে লোকজন ছোটাছুটি করতে শুরু করলে পদদলিত হওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গির্জার ভেতরে একটি নার্সারি থাকায় নিহতদের মধ্যে অনেকেই শিশু বলে আশঙ্কা করা হচ্ছে।