মালিতে বাসে শক্তিশালী বিস্ফোরণে নিহত ১১, আহত অর্ধশতাধিক

পশ্চিম আফ্রিকার মালিতে একটি বাসে ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হন আরও ৫৩ জন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাসটিতে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে মোপ্তি এলাকার বান্দিয়াগাড়া ও গৌন্দাকার মধ্যবর্তী সড়কে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় যুব সমিতির মুসা হোসেইনি বলেন, হামলায় নিহতরা বেসামরিক নাগরিক। আমরা ৯টি লাশ ক্লিনিকে স্থানান্তর করেছি।

অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য রয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। এদিকে পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে, হামলায় নিহত বেড়ে  দাঁড়িয়েছে ১০ জনে। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত মাইন এবং আইইডি বিস্ফোরণে ৭২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই সেনা। আর এক চতুর্থাংশের বেসামরিক নাগরিক। আর গত বছর প্রাণ হারান ১০৩ জন, আহত হন ২৯৭ জন।