লাইবেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ৪০

লাইবেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিধ্বস্তের পর বিস্ফোরিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। রাজধানী মনরভিয়া থেকে ১৩০ কিলোমিটার দূরে টটোটা শহরের একটি সড়কে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাটেহ বলেছেন, মঙ্গলবারের দুর্ঘটনায় ৮৩ জনের বেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গুরুতর আহতদের রাজধানীর অপর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুসহ অনেক মানুষ সড়কে উল্টে যাওয়া ট্যাংকার ঘিরে রয়েছেন।  ট্যাংকারের উপরে ওঠা কয়েক জনের হাতে বালতি ও ক্যান ছিল। এমন সময় তা বিস্ফোরিত হয়।

লাইবেরিয়ার প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। তার কার্যালয় জানিয়েছে, আহতদের  রক্ষায় প্রয়োজনীয় জনবল  ও সরঞ্জাম সরবরাহ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

এর  আগে পুলিশ অন্তত ১৫ জন নিহত ও ৩০ জন আহতের কথা জানিয়েছিল। দেশটির ন্যাশনাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিন্স বি মুলবাহ বলেছিলেন, অনেক মানুষ দগ্ধ হয়েছেন।