হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার

রাজধানী মোগাদিসুতে একটি জনপ্রিয় হোটেলে হামলাকারীদের নিষ্ক্রিয় করার দাবি করেছে সোমালিয়ার নিরাপত্তাবাহিনী। শুক্রবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির জাতীয় টেলিভিশনে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আল শাবাব জঙ্গিরা সিল হোটেলে হামলা করে। এর পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলটিকে ঘিরে ফেলতে দেখা গিয়েছিল। সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা হোটেলটিতে নিয়মিত যাতায়াত করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয়ের পাশের হোটেলটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা হোটেলে বিস্ফোরণ ও গোলাগুলির কথা জানিয়েছিলেন।

আল শাবাব সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলায় সোমালিয়ার চার আইনপ্রণেতা নিহত হয়েছেন। ওই সময় সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

এর আগে আল শাবাব দাবি করেছিল, তাদের যোদ্ধারা হোটেলটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং সরকারের কর্মী ও কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে।

ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সোমালিয়া সরকারের সামরিক অভিযান জোরদারের পর গত কয়েক সপ্তাহে দেশটিতে হামলা সংখ্যা কমে এসেছিল। সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ আল শাবাবের হাতে।

এই গোষ্ঠীটির সঙ্গে আল-কায়েদার সম্পর্ক রয়েছে। জাতিসংঘ সমর্থিত সোমালিয়ার সরকারের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে নৃশংস সশস্ত্র সংঘাতে লিপ্ত রয়েছে গোষ্ঠীটি।