দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত

দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে খাদে পড়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটেছে। ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি মোরিয়া শহরের একটি গির্জার উদ্দেশে যাত্রা করেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইস্টার ইভেন্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি দক্ষিণ আফ্রিকার উত্তরে মোরিয়া শহরের সেন্ট এনজেনাস জায়োনিস্ট খ্রিস্টান গির্জায় যাচ্ছিলো। পথিমধ্যে গাড়িটি একটি সেতু থেকে ৫০ মিটার নিচে খাদে পড়ে যায় এবং এটিতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এ ঘটনায় চালকসহ প্রায় সব যাত্রীই নিহত হয়েছেন। তবে বেঁচে রয়েছে শুধু একটি শিশু। তার নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে এবং বাকি দেহগুলো ধ্বংসস্তুপে আটকা পড়েছিল বা দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলো উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিযোগ রয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সেতুতে ধাক্কা খেয়ে ব্রিজের উপর ছিটকে মাটিতে পড়ে। সেখানেই এটিতে আগুন ধরে যায়।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পরিবারকে সব ধরণের সহযোগিতা করা হবে।