ডেঙ্গু মহামারির সতর্কতা জারি নিকারাগুয়াতে

নিকারাগুয়া সরকার দেশটিতে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ায় মহামারি সতর্কতা জারি করেছে। এই বছর দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু এবং প্রায় ৫৫ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

nicaragua

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই মহামারির সতর্কতা জারি করেছে। দেশটিতে ২ হাজার ২৩২ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

বুধবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রোজারিও মুরিলো জানান, সরকার এডিস মশার মাধ্যমে এই ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি কর্মীরা মশার প্রজনন স্থানগুলো ধ্বংস করছে।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতে, মধ্য আমেরিকায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে।