করোনা আতঙ্কের মধ্যেই হাইতির এক হাসপাতাল প্রধান অপহৃত

হাইতির শীর্ষস্থানীয় একটি হাসপাতালের একজন পরিচালককে শুক্রবার অপহরণ করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় যখন দেশটি লড়াই করছে তখন এই অপহরণের ঘটনার পর হাসপাতালটি নতুন রোগী ভর্তি করছে না। এছাড়া সেখানে বেড়েছে সংঘবদ্ধ অপরাধীচক্রের সহিংসতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

download

বার্নার্ড মেভস হাসপাতালের কর্মীরা জানান, হাসপাতাল থেকে কাজ করে বাড়িতে যাওয়ার পথে রাজধানীর উপকণ্ঠে একটি বাজার থেকে সার্জন ডা. জেরি বিটারকে অপহরণ করা হয়েছে।

জেরি বিটার ও তার যমজ ভাই হাসপাতালটি পরিচালনা করেন। অপহরণের পর বেশ কিছু মানুষ হাসপাতালের সামনে জড়ো হয়ে তার মুক্তি দাবি করেছেন। হাইতির সংবাদমাধ্যমেও চিকিৎসকের মুক্তির আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।

হাইতিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৮জনকে শনাক্ত করা হয়েছে। গত মাসে দেশটিতে ভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থা জারি করা হয়।