অক্সফোর্ডের সব ভ্যাকসিন কিনতে পারেন ট্রাম্প!

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ-ব্রিটিশ ফার্মা জায়ান্ট আস্ট্রাজেনেকার উদ্ভাবিত সম্ভাব্য করোনাভাইরাসের সব ভ্যাকসিন কিনে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে ব্রিটেনের জন্য এই ভ্যাকসিনের কোনও ডোজ বরাদ্দ না থাকার আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এখবর জানিয়েছে।

32352528-0-image-a-40_1598341406366

খবরে বলা হয়েছে, ট্রাম্প এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা ও স্বাস্থ্য প্রধানকে নির্দেশ দিয়েছেন যাতে করে অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকা সবার আগে পায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে উদ্ভাবিত টিকার সব ডোজ কিনে ফেলতে পারে ট্রাম্প প্রশাসন।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের মুখোমুখি হওয়া ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ২০২১ সালের এপ্রিলের মধ্যেই সব মার্কিন নাগরিকদের জন্য করোনা টিকা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই টিকার বিতরণ শুরু হবে।

টিকাটির উদ্ভাবক প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকাও জানিয়েছে, আগে আসলে, আগে পাবেন ভিত্তিতে তারা করোনার টিকা সরবরাহ করবে। যে দেশ ব্যবহারের অনুমতি দেবে তারাই আগে পাবে।

কোম্পানির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যদি সবার আগে অনুমতি দেয়, তাহলে তারাই প্রথমে টিকা পাবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র আস্ট্রাজেনেকার সম্ভাব্য ১০০ কোটি ডোজের এক-তৃতীয়াংশ প্রাপ্তি নিশ্চিত করেছে। মে মাসে কোম্পানিটিকে এই টিকার বিনিময়ে ১২০ কোটি ডলার তহবিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।