যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। আক্রান্তদের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৫০০ জনের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, রবিবার যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য মতে, থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটির পর আক্রান্তের সংখ্যা বেড়েছে। যদিও গত কয়েক মাস ধরেই তা ওঠানামা করছিল।

এই মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সর্বোচ্চ ছিল। কিন্তু ধীরে ধীরে দৈনিক শনাক্ত কমতে থাকায় ভর্তি হওয়া রোগীর সংখ্যাও কমতে থাকে।

গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার সময়ও একই ধারা অব্যাহত ছিল।

গত সপ্তাহে করোনা মোকাবিলায় নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে টিকাদান ও পরীক্ষা বাড়ানো।

মার্কিন নাগরিকদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সতর্ক করেছেন তিনি।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) আশঙ্কা করছে, ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে।

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিও ভয়াবহ গুরুতর পরিস্থিতি বলে সতর্ক করেছেন।