সপ্তাহ ব্যবধানে আরও এক সাংবাদিক খুন মেক্সিকোতে

এক সপ্তাহের কম সময়ে মেক্সিকোতে খুন হলেন আরও এক সাংবাদিক। মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, তিজুয়ানা শহরে গত এক সপ্তাহে এ নিয়ে খুন হয়েছেন দুই সাংবাদিক।

রবিবার সাংবাদিক লর্ডেস মালডোনাডো লোপেজের ওপর হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। তিনি বেশ কয়েকটি মিডিয়াতে কাজ করেছেন। প্রাণনাশের হুমকিতে গত দুই বছর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজে কাছে সাহায্য চেয়েছিলেন সাংবাদিক লোপেজ।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মেক্সিকোর অধিকার গোষ্ঠীগুলো। হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

এর আগে তিজুয়ানা শহরের নিজ বাসার কাছে খুন হন মার্গারিটো মার্তিনেজ নামক ফটো সাংবাদিক। মার্তিনেজ নিহতের আগে সংগঠিত অপরাধীদের কাছ থেকে একাধিকবার হুমকি পান।

মানবাধিকর গোষ্ঠীগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত মেক্সিকোতে ১৪৫ জন সাংবাদিক খুন হয়েছেন। এরমধ্যে ২০২১ সালেই সন্ত্রাসীদের হাতে নিহত হন ৭ জন। সংবাদকর্মীদের জন্য বিশ্বের অন্যতম ঝুঁকি দেশগুলোর মধ্যে মেক্সিকো একটি।