হুমকির খবর প্রকাশের পর মেক্সিকোয় সংবাদকর্মী খুন

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় সহিংস প্রদেশ মিকোয়াকান এ এক সংবাদকর্মীকে গুলি চালিয়ে খুন করা হয়েছে। সংবাদকর্মীদের ওপর প্রাণঘাতী আক্রমণের প্রতিবাদে লাতিন আমেরিকান দেশটিতে যখন বিক্ষোভ চলছে তখন সোমবার সর্বশেষ এই খুনের ঘটনা ঘটে।

জানুয়ারি মাসে তিন সাংবাদিক হত্যার হয়েছেন। এরপর সবশেষ সোমবার খুন হন রবার্টো তোলেদো। এর আগে গত ২৩ জানুয়ারি তিজুয়ানায় লর্ডেস মালদোনাডো খুন হলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু করে সাংবাদিকেরা।

রবার্টো তোলেদো গত তিন বছর ধরে নিউজ ওয়েবসাইট মনিটর মিকোয়াকান এ কাজ করতেন। সংবাদমাধ্যমটির পরিচালক আরমান্ডো লিনারেস এক ফেসবুক লাইভে বলেন, একাধিক বন্দুকধারী গুলি চালিয়ে তাকে হত্যা করে।

আরমান্ডো লিনারেস জানান, স্থানীয় সরকারের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলো সংবাদমাধ্যমটি। স্থানীয় কর্তৃপক্ষকেও হুমকির বিষয়টি অবহিত করা হয়। তিনি বলেন, ‘আজ সেসব হুমকি বাস্তব হয়েছে।’

প্রেসিডেন্টের মুখপাত্র জেসাস রামিরেজ এক টুইট বার্তায় রবার্টো তোলেদোকে সাংবাদিক অভিহিত করে হত্যাকাণ্ডের নিন্দা জানান। পরে আরেক টুইট বার্তায় তিনি বলেন তোলেদো সাংবাদিক নন, তিনি একটি আইন প্রতিষ্ঠানে কাজ করতেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) মেক্সিকো প্রতিনিধি জ্যান আলবার্ট হুসটেন বলেন, মনিটর মিকোয়াকান এর ডেপুটি ডিরেক্টরকে সহায়তার পর তোলেদোকে গুলি করে হত্যা করা হয়। হুসটেন বলেন, তোলেদোকে সংবাদকর্মী বিবেচনা করছে সিপিজে। কারণ তিনি নিয়মিতভাবে একটি ভিডিও কলামের জন্য কাজ করতেন।

মানবাধিকার গ্রুপ আর্টিকেল নাইনটিন জানিয়েছে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। সংস্থাটির হিসেব অনুযায়ী ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে মেক্সিকোতে খুন হয়েছে ১৪৫ সাংবাদিক। এনিয়ে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ হিসেবে উঠে এসেছে মেক্সিকো।

সূত্র: রয়টার্স