ইকুয়েডরের তিন প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের রাজধানী কুইটোসহ তিনটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে শুক্রবার আদিবাসী গোষ্ঠীগুলোর সহিংস বিক্ষোভের পরই এই ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, ‘আমি আমাদের রাজধানী এবং আমাদের দেশকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সম্প্রতি রাজপথে নামে ইকুয়েডরের আদিবাসী গোষ্ঠীগুলো। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিক্ষোভকারীরা চিম্বোরাজো, কোটোপ্যাক্সি, পাস্তাজা, নাপো এবং তুঙ্গুরাহুয়া প্রদেশে সড়ক অবরোধ করে।

বিভিন্ন সেক্টরের অর্ধশতাধিক এনজিও-র সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানা গেছে।

প্রায় এক কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ ইকুয়েডরে আদিবাসীদের সংখ্যা ১০ লাখেরও বেশি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইকুয়েডর। দেশটির সরকার বলছে, আইএমএফের ঋণের কারণে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে আর্থিক সংস্কার প্রয়োজন।