কানাডায় ছুরি হামলা: এক সন্দেহভাজনের মরদেহ উদ্ধার

কানাডায় ছুরি হামলায় সন্দেহভাজন হামলাকারী দুই ভাইয়ের একজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) নামের এই সন্দেহভাজনের মরদেহ জেমস স্মিথ ক্রি ন্যাশনে উদ্ধার করা হয়। এলাকাটিতে ছুরি হামলায় নিহতদের অধিকাংশের বসবাস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্যান্ডারসনের ভাই মাইলেস এখনও পলাতক ও বিপজ্জনক। স্যান্ডারসনের মরদেহ একটি ঘাসময় এলাকায় উদ্ধার করা হয়। সেখানে একটি বাড়ি পরীক্ষা করে দেখা হচ্ছে।

পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর বলেন, স্যান্ডারসনের দেহেরর আঘাত স্ব-প্ররোচিত বলে মনে করা হচ্ছে না।

স্যান্ডারসনের ৩০ বছর বয়সী ভাইও আহত হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। জনগণকে সতর্ক করে পুলিশ বলেছে, তার হয়ত চিকিৎসা সহযোগিতা প্রয়োজন হতে পারে। তবে ভাইয়ের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হচ্ছে কিনা তা সম্পর্কে কিছু বলেনি পুলিশ।

রবিবার কানাডার কেন্দ্রীয় সাস্কাচুয়ান প্রদেশের পৃথক স্থানে ছুরি হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে ডেমিয়েন স্যান্ডারসন (৩১) ও মাইলস স্যান্ডারসন (৩০)। পুলিশ তাদের ছবি হামলার দিনেই প্রকাশ করেছে।