হাইতিতে সন্তানসহ মার্কিন নার্স অপহরণ

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে এক নার্সসহ তার সন্তানকে অপহরণ করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির একটি ধর্মভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ‘এল র হাইতি’।

সংস্থাটি বিবৃতিতে জানায়, আমরা নিশ্চিত আমাদের পরিচালকের স্ত্রী অ্যালিক্স ডরসেনভিল ও তার সন্তান গত বৃহস্পতিবার (২৭ জুলাই) অপহৃত হন। ওইদিন সকালে পোর্ট ও প্রিন্সের কাছে আমাদের কমিউনিটি মিনিস্ট্রিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

বিবৃতিতে শিশুটির বয়স উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিবৃতিতে জানান, হাইতিতে দুই মার্কিন নাগরিক অপহরণের ঘটনায় আমরা অবগত আছি। এ বিষয়ে হাইতি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি ২০২১ সালের নিজ বাড়িতে খুন হন। ওই ঘটনার পর দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যায়।