মাজারে হামলার জবাবে পাকিস্তানে একদিনে শতাধিক ‘জঙ্গি’ হত্যা

nonameপাকিস্তানের একটি মাজারে ভয়াবহ বোমা হামলার জবাবে একদিনেই দেশটিতে শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

ডন জানিয়েছে, আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঞ্জাবসহ সারা পাকিস্তানজুড়ে পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় এ হত্যাকাণ্ড ঘটেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এসব অভিযান চালানো হয়।

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর গোয়েন্দা সংস্থাগুলো তাদের নেটওয়ার্কের উন্নতি ঘটাচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে দেশের সীমান্ত বন্ধ রয়েছে। আফগানিস্তান থেকে কোনও সীমান্ত অতিক্রম বা অনুমতিহীন কোনও প্রবেশও ঘটেনি।

উল্লেখ্য, সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ কালান্দার নামের সুফি মাজারে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আত্মঘাতী বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৮৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসার সুযোগ সুবিধা কম থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। কারণ মাজার থেকে নিকটস্থ হাসপাতালের দূরত্ব ৭০ কিলোমিটার দূরে।

হামলার  প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে প্রতিশোধের হুমকিও দিয়েছিলেন তিনি।

এরপর শুক্রবার সূর্যোদয়ের আগ থেকে দেশজুড়ে শুরু হয় নিরাপত্তা অভিযান। এই অভিযান আরও কয়েকদিন ধরে চলতে পারে। সূত্র: ডন।

/এএ/