প্রশ্নবিদ্ধ কৌশলের মুখে আফগানিস্তানে ট্রাম্পের কৌশলবিদ ম্যাকমাস্টার

এইচ আর ম্যাকমাস্টারআফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ঘাঁটিতে যুদ্ধে ব্যবহৃত সবচেয়ে বড় বোমা নিক্ষেপের পর যখন প্রশ্নবিদ্ধ মার্কিন কৌশল তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার এসেছেন কাবুল সফরে। আইএস ঘাঁটিতে বৃহস্পতিবার এমওএবি বোমা ফেলার তিনদিনের মাথায় রবিবার তিনি কাবুল পৌঁছেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার এ বোমাটি বিস্ফোরণের পর ম্যাকমাস্টারই শীর্ষ মার্কিন কর্মকর্তা হিসেবে আফগান সফরে এলেন। তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা, সন্ত্রাস মোকাবিলা, সংস্কার ও উন্নয়ন নিয়ে কথা বলেছেন।

আফগানিস্তানে এখন প্রায় ৯ হাজার মার্কিন অবস্থান করছে। তারা আফগান বাহিনীকে আইএস, আল কায়েদা ও তালেবান বিরোধী যুদ্ধে সহযোগিতা করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নানগারহরের আচিন জেলার পার্বত্য এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) পার্বত্য ঘাঁটি লক্ষ্য করে ‘মাদার অব অল বম্বস’খ্যাত সবচেয়ে বড় মার্কিন অপারমাণবিক বোমা  ফেলা হয়। এতে ৯০ জনেরও বেশি জঙ্গি নিহত হওয়ার কথা জানায় আফগান ও মার্কিন কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স।

/এএ/