রোহিঙ্গা সংকট নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন নাজিব

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের নজরে আনতে পারেন বলে জানিয়েছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী।

trump-najib

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাচ্ছেন নাজিব রাজাক। সফরের বিষয় নিয়ে রবিবার ফেসবুকে এক পোস্টে নাজিব লিখেছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় আকারে  ছোট হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও রাজনৈতিক অংশীদার মালয়েশিয়া।

সোমবার দেশটির সুপ্রিম কাউন্সিলের বৈঠকে সভাপতিত্বের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাজিব বলেন, 'হ্যাঁ, আমি হয়ত বিষয়টি (রোহিঙ্গা ইস্যু) তার (ট্রাম্প) কাছে তুলে ধরব।'

এর আগে নাজিব রাজাক বলেছিলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ মিয়ানমারে পরিকল্পিত নৃশংসতার শিকার হচ্ছেন। এই দুঃসময়ে তাদের জন্য সম্ভব সবকিছু করবে মালয়েশিয়া।