যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সোমবার নিউ ইয়র্কে তিনি এই মন্তব্য করেন।

_98008162_20c20ce9-aed0-49bc-a9e5-73701c3e80ca

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের বোমারু বিমানকে ভূপাতিত করার অধিকার রয়েছে তার দেশের।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যখন মার্কিন বোমারু তাদের দেশের আকাশসীমায় থাকবে তখন এই অধিকার প্রযোজ্য। বিশ্বের ভালো করে মনে রাখা উচিত যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধ ঘোষণা করেছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উভয় দেশ বেশ কয়েকদিন ধরেই কথার যুদ্ধে জড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের উত্তেজনার পরও বিশেষজ্ঞরা সরাসরি যুদ্ধের আশঙ্কা কম বলে মনে করছেন।

শনিবার জাতিসংঘের উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের পর মার্কিন প্রেসিডেন্ট টুইটারে জবাব দিয়েছেন। ট্রাম্প টুইটে বলেছেন, যদি উত্তর কোরিয়া বাগাড়ম্বর চালিয়ে যায় তাহলে দেশটির নেতা কিম জং উন বেশিদিন থাকবেন না।