মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অবতরণের পরপরই কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাথিসের আফগানিস্তানে অবতরণের কিছুক্ষণ পরই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি রকেট নিক্ষেপ করে হামলা হয়েছে। বুধবার এই ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

kabul-blast-reuters_650x400_81503991430

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক শাখায় এসব রকেট আঘাত হানে। এই রকেট হামলায় দায় কেউ স্বীকার করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনও মন্ত্রী হিসেবে প্রথম আফগানিস্তান সফরে এসেছেন জিম ম্যাথিস। পূর্ব ঘোষণা ছাড়াই উচ্চ পর্যায়ের এই সফরে এসেছে ম্যাথিস। তার সঙ্গে রয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলেনবার্গ। তারা আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও শীর্ষ কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর প্রশিক্ষণ ও সহযোগিতা মিশন নিয়ে আলোচনা করবেন। সূত্র: এনডিটিভি।