ট্রাম্পের অনুরোধে গান গাইলেন দুয়ার্তে

ফিলিপাইনে আসিয়ান সম্মেলনে রবিবারের রাতটি ছিল গান, নাচ আর ভুরিভোজের। ফিলিপাইনের জনপ্রিয় শিল্পীরা মাতিয়েছেন মঞ্চ। কী ছিল না! ট্যাপ ড্যান্স, ব্যালে ড্যান্স, ঐতিহ্যবাহী ফিলিপিনো ড্যান্স। এমনকি অনুষ্ঠানের ভেন্যুতে মার্চ করেছে ব্যান্ড দল। আর খাবারের তালিকায় ছিল ফিলিপিনো-এশিয়ান মিশ্রণ।

নাচে গানে যখন অতিথিরা মাতোয়ারা তখন মঞ্চের পর্দায় ভেসে ওঠে বন্দুকভক্ত বলে পরিচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্য়াতের মুখ। পরে দেখা গেল তার হাতে রয়েছে মাইক্রোফন। গাইতে শুরু করলেন ফিলিপাইনের জনপ্রিয় গান ‘ইকাও’।

দুয়ার্তে গানের কয়েকটি লাইন গেয়েছেন। গান থামলে উপস্থিত সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান তাকে। আর দুয়ার্তে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই গানটি গেয়েছেন।

আসিয়ান সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইনে রয়েছেন। ট্রাম্প ছাড়াও ২০ দেশের নেতা জড়ো হয়েছেন ম্যানিলায়। সূত্র: সিএনএন।