১৮ আগস্ট শপথ নেবেন ইমরান: পিটিআই

১৫ আগস্ট স্বাধীনতা দিবসে পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের শপথ অনুষ্ঠানের ধারণার ইতি ঘটেছে। শুক্রবার পিটিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৮ আগস্ট দেশের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান। বাঙ্গিয়ালায় ইমরানের বাসভবনে দলের ঊর্ধ্বতন নেতাদের বৈঠকের পর এই ঘোষণা ছাড়াও তিনটি গুরুত্বপূর্ণ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। তবে সরকারিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শপথের তারিখ ঘোষণা করে থাকেন জাতীয় পরিষদের স্পিকার। তার দফতর থেকে এখনও কোনও ঘোষণা দেওয়া হয়নি।

imran-khan-7595

গত ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল পিটিআই। ফলে জোট সরকার গঠন করতে হচ্ছে তাদের। এরইমধ্যে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নাম প্রকাশ শুরু করেছে।

শুক্রবার পিটিআই নেতাদের বৈঠকের পর জাতীয় পরিষদের স্পিকার হিসেবে আসাদ কায়সারের নাম ঘোষণা করা হয়। এছাড়া পাঞ্জাবের গভর্নর হিসেবে চৌধুরী সরওয়ার ও পাঞ্জাব প্রাদেশিক স্পিকার হিসেবে চৌধুরী পারভেজ এলাহির নাম ঘোষণা করা হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আগামী সোমবার পিটিআই ও জোটভুক্ত দলের সাংসদদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পরই আগের স্পিকার সরদার আইয়াজ সাদিকের কাছ থেকে শপথ নেবেন তারা। পিটিআই দাবি করছে, সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পাশাপাশি তারা মোট ১৮০ সাংসদকে তাদের জোটে টানতে সক্ষম হয়েছে।

আগামী ১৩ আগস্ট পাকিস্তানের নতুন সংসদের অধিবেশন শুরুর কথা রয়েছে। ওইদিনই সংসদ সদস্যরা শপথ নেবেন। আগামী ১৪ আ ১৬ আগস্ট স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।