দক্ষিণের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করলো উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভবিষ্যতে যে কোনও ধরনের শান্তি আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বক্তব্যের প্রেক্ষিতে এক বিবৃতিতে এই অস্বীকৃতির কথা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটির দাবি, দক্ষিণ কোরিয়ার ভুল পদক্ষেপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

_108333016_055516228-1

শুক্রবার উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র সাগরে উৎক্ষেপণ করে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এক মাসের মধ্যে এটা ষষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, দুটি অজ্ঞাত বস্তু স্থানীয় সময় সকাল ৮টায় উৎক্ষেপণ করা হয় এবং তা ২৩০ কিলোমিটার পাড়ি দেয় ৩০ কিলোমিটার উচ্চতায়।

ছয়দিন আগে উত্তর কোরিয়া স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে উৎক্ষেপণ করে।

জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের বৈঠকে পরমাণু কর্মসূচি বাতিলে ঐকমত্য হওয়ার পরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো পিয়ংইয়ং। পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে উত্তর কোরিয়া।

জাপানি শাসন থেকে স্বাধীনতার বার্ষিকীতে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন এক ভাষণে ২০৪৫ সালের মধ্যে কোরীয় উপদ্বীপকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতির কথা জানান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুটি দেশে ভাগ হয়ে যায়।

এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানায়, যখন সামরিক মহড়া চলছে তখন শান্তিপূর্ণ আলোচনার কোনও অর্থ হয় না। বিবৃতিতে দক্ষিণের প্রেসিডেন্টকে সত্যিকার লজ্জাহীন মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি।