রাখাইনে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ থেকে পালাতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাখাইনের ম্রাউক-ইউ শহরে এই ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

war-3-900x420

স্থানীয় বাসিন্দা ইউ থেইন কিয়াউ মিয়া জানান, লেক্কা এলাকায় ভোরে সংঘর্ষ শুরু হয়। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

আরাকান আর্মির গণমাধ্যম কর্মকর্তা জানান, বিদ্রোহীরা সেনাবাহিনীর ওপর হামলা চালায়। কারণ সেনারা গ্রামবাসীকে নির্যাতন করছিল। কয়েকজন সেনা হতাহত হয়েছে এবং অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিম কমান্ডের মুখপাত্র কর্নেল উইন জাউ জানান, গ্রামে শুদ্ধি অভিযান চালানোর সময় বিদ্রোহীরা হামলা চালায়।

স্থানীয়রা জানান, সংঘর্ষের কারণে শনিবার স্থানীয় বাজার বন্ধ ছিল। গ্রামের লোকেরা নৌকায় পালাচ্ছিল। এ সময় ১৬ ও ১৩ বছরের দুই ভাই পানিতে ডুবে মারা গেছে।

আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।