ফিলিপাইন সামরিক চুক্তি বাতিল করলে কিছু ‘মনে করবেন না’ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিপাইন যদি তাদের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে তাহলে তিনি কিছু মনে করবেন না। বুধবার তিনি এই প্রতিক্রিয়া জানান। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দশকের সামরিক সম্পর্ক অবসানের কথা জানানোর পর এই অবস্থান জানালেন ট্রাম্প।

rtrmadp_3_philippines-usa-defence

মঙ্গলবার দুয়ার্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দশক পুরনো ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট (ভিএফএ) বাতিলের কথা ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন ফিলিপাইনের এই সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’। কারণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আন্তর্জাতিক আইন মেনে চলতে চীনকে চাপে রাখতে চায়। তবে মঙ্গলবার ট্রাম্প জানালেন ফিলিপাইন এই সামরিক সম্পর্ক ছিন্ন করলে তিনি কিছু মনে করবেন না।
হোয়াইট হাউসে সাংবাদিকরা ফিলিপাইনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা যদি এটি করে তাহলে সত্যিকার অর্থে আমি কিছু মনে করব না। অনেক ব্যয় কমবে। অন্যদের চেয়ে আমার চিন্তা-ভাবনা আলাদা।

ট্রাম্প নিয়মিতই বিশ্বের বিভিন্ন দেশে মোতায়েনকৃত মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনার কথা বলে থাকেন। এছাড়া বিভিন্ন দেশের প্রতিরক্ষায় মার্কিন সেনা মোতায়েনে ওই দেশগুলোর কাছ থেকে অর্থ আদায় করছে তার প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিপাইনকে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। দুয়ার্তের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। দেখা যাক কী ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত অঞ্চলে চীনের উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধির কারণে দুয়ার্তের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থ জটিলতায় পড়তে পারে। ফিলিপাইনের বেশ কয়েকজন সিনেটর দুয়ার্তের এই পদক্ষেপ ঠেকাতে তৎপর হয়েছেন। তাদের দাবি, সিনেট যে চুক্তি অনুস্বাক্ষর করেছে তা দুয়ার্তে একা বাতিল করতে পারেন না।