রাখাইনের স্কুলে মর্টারের গোলার আঘাত, ২০ শিক্ষার্থী আহত

মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডাউং শহরের একটি স্কুলে মর্টারের আঘাতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। এলাকাটিতে দেশটির সেনাবাহিনী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবারের এই মর্টার নিক্ষেপে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

rohingya-village-maungdaw-rakhine-state-reuters-1528470197344

খামউয়ি গ্রামের এক শিক্ষক থার আয়ি মাউং ফোনে এএফপিকে বলেছেন, বৃহস্পতিবার সকালে মর্টারটি স্কুলে আঘাত হানে। এতে ২১ শিক্ষার্থী আহত হয়েছে।

তিনি আরও বলেন, এক মেয়ে গুরুতর আহত হয়েছে। বেশিরভাগই পায়ে ও হাতে আঘাত পেয়েছে।

ওই শিক্ষক আরও বলেছেন, আহত শিক্ষার্থীরা বৌদ্ধ জাতিগোষ্ঠী খামি সম্প্রদায়ের। গ্রাম থেকে প্রায় দুই মাইল ধরে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। আমরা ভাবতাম যুদ্ধের গোলা আমাদের গ্রামে পৌঁছাবে না।

মংডু জেলার প্রধান সোয়ে অং স্কুলে মর্টারের গোলার আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি ১৯ জন শিক্ষার্থী আহত হওয়ার কথা বলেছেন।

মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কর্নেল উইন জাও উ বলেছেন, সেনাদের ছোড়া মর্টার আঘাত করেছে এটি মনে করার কোনও কারণ নেই। তিনি দাবি করেন, অনেক সময় বিদ্রোহীরা সেনাদের অস্ত্র ও গোলা চুরি করে নিয়ে যায়।