করোনা মোকাবিলায় মালয়েশিয়ায় সেনা মোতায়েন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করেছে মালয়েশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভাইরাসটিকে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হওয়া দেশটিতে দুই সপ্তাহের জন্য যাতায়াত সীমিত করে আনা হয়েছে। দেশটিতে মৃত্যু হওয়া ও আক্রান্তদের বেশিরভাগই ফেব্রুয়ারিতে একটি ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

download

দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৬০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮৬ জনের। মৃতদের অর্ধেক ইন্দোনেশিয়ার নাগরিক।

বুধবার মালয়েশিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে। এরপর সিঙ্গাপুর ও ভিয়েতনামও দেশটিতে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

মালয়েশিয়ার যাতায়াতে আরোপিত বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের জন্য সেনা মোতায়েন করা হয়েছে। তারা রোড ব্লক ও টহলে পুলিশের সঙ্গে নিয়োজিত থাকবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব বলেছেন, পুলিশ যদিও বলছে ৯০ শতাংশ নির্দেশনা মেনে চলছেন। তবু ১০ শতাংশ খুব ছোট সংখ্যা নয়।

মালয়েশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩০৬ জন।