ফিলিপাইনে করোনায় ৯ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে ৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির শীর্ষ মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশটির হাসপাতালগুলোতে মাত্রাতিরিক্ত রোগী হাজির হচ্ছেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ঘাটতি রয়েছে বলে অভিযোগ করছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ph





৯ চিকিৎসকের মৃত্যুর কথা জানিয়ে ফিলিপাইন মেডিক্যাল অ্যাসোসিয়েশন বলেছে, স্বাস্থ্যকর্মীরা যথাযথ সুরক্ষা সামগ্রী পাচ্ছে না। সংস্থার ভাইস প্রেসিডেন্ট বেনিতো আতিয়েঞ্জা বলেন, যারা সামনের সারিতে থেকে রোগীদের চিকিৎসা দিচ্ছেন তাদের এখনই পরীক্ষা করা উচিত। সাত দিন পর আবারও পরীক্ষা করা উচিত।
দেশটিতে করোনায় নতুন করে ৭ জনের মৃত্যু ও ৭১ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ফিলিপাইনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৭ এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।
এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব ফ্রান্সিসকো ডক বলেছেন, বেশি করে পরীক্ষার ফলে আগামীতে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।