বন্দুকধারীদের গুলিতে চালকসহ নিহত আফগান নারী সাংবাদিক

এক আফগান নারী সাংবাদিক ও তার গাড়ির চালককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা৷ দেশটির পূর্ব নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের রাস্তায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

55891527_303

খবরে বলা হয়েছে, নিহত সাংবাদিকের নাম মালালাই মাইওয়ান্ড। তিনি টেলিভিশন ও রেডিও উপস্থাপিকা। বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন তার গাড়িচালকও৷

নাঙ্গারহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার অল্প সময়ের মধ্যেই বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়৷ সেখানেই প্রাণ হারান মাইওয়ান্ড ও তার গাড়িচালক।

মাইওয়ান্ড এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলে চার বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন উপস্থাপক হিসেবে৷ সাংবাদিকতা ছাড়াও  তার কাজ ছড়িয়ে ছিল বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক উদ্যোগের সঙ্গেও৷ বিশের কোঠায় বয়স ছিল মাইওয়ান্ডের৷

এর মাত্র কয়েক সপ্তাহ আগেই, গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান আরেক আফগান সাংবাদিক আলিয়াস দায়ী৷ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল, অনেক দিন ধরেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

২০১৭ সালেই এনিকাস রেডিওর এক গাড়িচালকসহ বেশ কিছু কর্মী মারা যান অফিসের পাশেই একটি হামলায়৷ ২০১৮ সালে এই রেডিও স্টেশনের পরিচালককে গুম করে অজ্ঞাত কিছু ব্যক্তি৷ এছাড়া শুধু ২০১৯ সালেই অন্তত দশজন সাংবাদিক খুন হয়েছেন আফগানিস্তানে৷

সংবাদমাধ্যমের অধিকার নিয়ে সোচ্চার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতে, বিশ্বে এই মুহূর্তে সাংবাদিকদের জন্য অন্যতম বিপজ্জনক রাষ্ট্র আফগানিস্তান৷

যদিও এখন পর্যন্ত মাইওয়ান্ডের হত্যার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। কিন্তু এর আগের এমন ঘটনায় ইসলামিক স্টেট-পন্থী একটি সংগঠনের যুক্ত থাকার কথা সামনে এসেছে৷ পাশাপাশি, এই অঞ্চলে তালেবানদের জোর শক্ত থাকায় সেই সম্ভাবনাও মাথায় রাখছেন অনেকে৷